পঞ্চগড়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:৪৩ |  আপডেট  : ২৪ মে ২০২৫, ১৯:০৬

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দু'দিন ব্যাপী আয়োজিত দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে।

দুর্নীতি দমনে কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক। এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা বকুল, মিজানুর রহমান সরকার বাবলু, সাধকদের সম্পাদক মেহেদী হাসান বাবলাসহ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত