পঞ্চগড়ে জন্মাষ্টমী উদযাপিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:৫৮ |  আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় গোবিন্দ জিউ মন্দিরের আয়োজনে  ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব  তিথি( জন্মাষ্টমী) উদযাপিত হয়েছে। শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। 

তিনি তার প্রধান অতিথির বক্তব্য বলেন 'সনাতনী সকল ভাইদের পাশে আছি এবং  থাকবো।'যদি কেউ ধর্মকে চাপিয়ে দিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা করতে চায়' তবে আমরা চুপ থাকবো না।' ফরহাদ হোসেন আজাদ বলেন, ' আমরা ঐক্যবদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ থেকে  সকল ধরনের অনাচার- অবিচারের বিরুদ্ধে শান্তির দূত হিসেবে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।'তিনি আরো বলেন 'সনাতনী ভাইদের শ্রী কৃষ্ণের আদর্শকে ধারণ করতে হবে।'সকল ধর্মের মানুষের পাশে যেকোনো সহযোগিতায় বিএনপি অতীতের ন্যায় পাশে আছে'  থাকবে।'

বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র শিশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন, পাচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার মন্দিরের সহ সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পঞ্চগড় জেলা সদস্য সচিব অন্নদা প্রসাদ, ইঞ্জিনিয়ার শ্যামাপ্রদ উপস্থিত ছিলেন।এর আগে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ জিউ মন্দিরে এসে শেষ হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত