পঞ্চগড়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার জন আটক জেল হাজতে প্রেরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:০১ | আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩
পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, বুধবার সদর ইউনিয়নের চাওয়াই নদীর ধারে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সরকার বিরোধী কর্মকাণ্ডে পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার এসআই তৈয়ব আলী সরকর ও আরো দুই এস আইয়ের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাদের চারজনকে আটক করে।
মানলার তদন্তকারী কর্মকর্তা এস আই তৈয়ব আলী সরকার জানান, আটকৃতরা হলেন.সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক (৪৮) পিতামৃত তমিজ উদ্দিন গ্রাম উত্তর কাজি পাড়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রাজু( ৪৮) পিতা আব্দুল সাত্তার মাস্টার গ্রাম কাজীপাড়া, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মবেদুল ইসলাম (৪৮) পিতা একামুদ্দীন গ্রাম কাজীপাড়া ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য কে আটক করা হয়। আটকের সময় আরো ৮/ ১০ জন পালিয়ে যায়। তাদের বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত- ১ সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন । তাদের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়,বলে জানান তদন্তকারী কর্মকর্তা তৈয়দ আলী সরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত