নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৩ | আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪:৩৩

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম শেখ উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামের পিরু শেখ ও আনসার মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ স্থানীয় একটি দোকানে চা খেতে আসেন। এ সময় পেছন থেকে প্রতিপক্ষের ১৫/২০ জন আকরাম শেখের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত