নৌকাকে জিতিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে- টিপু মুনশি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:২০ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জিতিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী সরকারের বিকল্প নেই। তিনি গত বুধবার রাতে কাউনিয়ার বড়ুয়াহাট চারমাথা মাহবুব ক্যাডেট একাডেমি মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য নির্বচিত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন কে দেয়া সংবর্ধনা ও হাডুডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
কুর্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, আওয়ামী লীগ কুর্শা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কাশেম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুম আলী, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম, ময়নুল কবির রাতুল প্রমূখ।
পরে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে সংবর্ধিত করা হয়। উদ্বোধনী খেলায় মীরবাগ বাজার একাদশকে পরাজিত করে সিংহারকুড়া বাজার দল ৩২-২৪ পয়েন্ট বিজয় লাভ করে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত