"নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া" সহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১৬:৪৮ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ২০:৪৩
মুন্সীগঞ্জ: "নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া" শিরোনামে ২১ দফা দাবি সহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। "নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া" —এই স্লোগানে
১লা নভেম্বরশনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহন করে।
এ সময় বক্তারা বলেন—দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় পেশাজীবী সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছে।
অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।
একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন—গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠন করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হব।
২১ দফা দাবির মধ্যে আরও রয়েছে—চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমে নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন, ও অবসরকালীন সুবিধা চালু করা সহ ২১ দফা দাবী উপস্থাপন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত