গাইবান্ধায় ব্যাংক ডাকাতি

নৈশপ্রহরীর বাড়ি থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৬:৩৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১২:২৮

উদ্ধারকৃত টাকা ও আটক নৈশপ্রহরী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচা শহর শাখা থেকে ডাকাতি হওয়া ১২ লাখ ৪ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) সকালে ব্যাংকের নৈশপ্রহরী জুয়েল মিয়ার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে ও ব্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা টাকাগুলো উদ্ধার করা হয়।

তবে এখনও এক লাখ ৭৫ হাজার টাকার খোঁজ মেলেনি। এর আগে, রবিবার রাতে ব্যাংকের গেট ও লকারের তালা ভেঙে প্রায় ১৪ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় ব্যাংকের কর্মচারীসহ ছয় জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে নৈশপ্রহরী গোলাম হোসেন জুয়েল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যাংকের পরিত্যক্ত কাগজপত্রের মধ্য থেকে এবং ওই নৈশপ্রহরীর বাড়ি থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।

আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উল্লেখ করে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত