নিলামে বিক্রি করা সুপ্রিম কোর্টের ৫৫ বছরের পুরনো সিন্দুকে যা মিললো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৪৭ |  আপডেট  : ১০ মে ২০২৪, ১৩:৪১

সিন্দুক ভেঙে পাওয়া জিনিসপত্র

সুপ্রিম কোর্টের হিসাব শাখার প্রায় ৫৫ বছরের পুরনো দুটি লোহার সিন্দুক ভাঙাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষি্‌ট হয়। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সিন্দুক দুটি খোলা হয়। এ সময় উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। 

গ্যাস কাটারের সাহায্যে সিন্দুক দুটি কেটে খোলার পর তার মধ্যে নগদ টাকার বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরনো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের কিপার বশির আহমেদ হিরা বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামো নিলামকারী নিয়ে যাবেন। আমাদের ধারণা, সিন্দুক দুটি ১৯৬৭ সালের দিকের হবে। ওই সময় থেকে সিন্দুকে গুরুত্বপূর্ণ নথি রাখা হতো।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত