পঞ্চগড়ে মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকীর মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল কারাগারে

  মোঃ কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২০ |  আপডেট  : ৫ ডিসেম্বর ২০২৪, ০০:০৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটায় তাঁকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁকে বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় আমলী আদালত ৫ এঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর আদালতে তোলা হয়। আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে গত ২১ নভেম্বর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও ভান চালক ফারুক বাদী হয়ে আটোয়ারী থানায় মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকীর অভিযোগ এনে ২২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে মামলার বাদী ও কয়েকজন সাক্ষী বাড়ি থেকে আটোয়ারী উপজেলা শহরের উদ্যেশে বের হন। পরে মামলার আসামীরা তাদের পথরোধ করে কিল-ঘুষি ও চড় থাপ্পর মেরে বাড়ি পাঠিয়ে দেন। এর আগে ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে মামলার বাদী ও সাক্ষীরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা বাজারের পশ্চিমপাশে সড়কের ধারে দাড়িয়ে ছিলেন। এসময় মামলার আসামীরা বাদী সহ সাক্ষীদের বিএনপি নেতাকর্মী দাবি করে লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করেন। এসময় বাদী সহ অন্যদের কাছে টাকায় আদায় করে মাটিতে পুতে রাখার হুমকী দেন আসামীরা। এক পর্যায়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন আসামীরা। এসময় বাদীর কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামীরা। পরে বাদী সহ অন্যদের এলোপাথারী-বেধরক মারধর করে মাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামলার বাদী সহ অন্যরা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আত্মগোপনে থাকেন।

আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি তৌহিদুল ইসলামকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত