নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে টিআইবির আহ্বান

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৪:৪১ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ০০:০১

নির্বাচনকালীন সময়ে সরকারের আচরণ কি হবে, আইন সংস্কারের প্রয়োজন আছে কিনা এসব পর্যালোচনা করে ইসিকে সরকারের কাছে প্রস্তাবনা দিতে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সোমবার (১৩ জুন) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়ারের সাথে দেখা করে টিআইবি'র একটি প্রতিনিধিদল। 

পরে টিআইবি'র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক চায় টিআইবি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসির প্রতি আহবান জানিয়েছেন তারা।এছাড়া, নির্বাচন পর্যবেক্ষকদের অবাধে পর্যবেক্ষণের সুযোগ, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবীও জানিয়েছে সংস্থাটি। 


 
পরে সিইসি জানান, মূল বিরোধী দল নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায়, অংশগ্রহণমূলক হয় না। তিনি বলেন, নির্বাচনকালে যে সরকারই থাকুক, তারা ইসিকে সহায়তা করতে বাধ্য। নির্বাচনে সহিংসতা হলে ভোট বাতিলে ইসি সতর্ক বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। 

আক্রমণাত্মক বক্তব্য থেকে রাজনৈতিক দলগুলোকে সরে আসার আহ্বান জানান সিইসি। নির্বাচন যেন বাণিজ্য না হয় সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত