নির্বাচনের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি: মহাপরিচালক
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে বিজিবির সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন তিনি।
এ সময় বিজিবি মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিজিবির ওপর অর্পিত যে দায়িত্ব আছে, সেটা যথাযথভাবে পালন করতে বিজিবি সক্ষম এবং প্রস্তুত।’
মিয়ানমার প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বান্দরবানের পরিবেশ এখন অনেক ভালো। বর্তমানে শান্তি বিরাজ করছে। যার প্রেক্ষাপটে বান্দরবান থেকে যে সকল পরিবার চলে গিয়েছিল তারা ফেরত এসেছে। আমি মনে করি যে এটা একটা ভালো দিক।’
নাজমুল হাসান আরও বলেন, ‘মিয়ানমারের কথা যদি আমি শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি। তাদের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। সে হিসেবে আমরা বাংলাদেশ বর্ডারে অনেক বেশি সতর্ক আছি। মিয়ানমার থেকে কোনো অবস্থায় যাতে দেশে আর কোনো লোক প্রবেশ করতে না পারে, এ বিষয়ে বিজিবি আগের তুলনায় আরও বেশি সতর্ক।’
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘অবৈধ অস্ত্র আমাদের দেশে যাতে আসতে না পারে সে জন্য আমরা সব সময় কাজ করি, এটা আমাদের নিত্যনৈমিত্তিক একটি রুটিন ওয়ার্ক। তারপরও এ বছর ইলেকশনকে মনে রেখে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। যাতে করে কোনো ধরনের গোলাবারুদ আমাদের দেশে ঢুকতে না পারে বা কেউ নিয়ে আসতে না পারে। সেই সঙ্গে দেশের ভেতরে আইনশৃঙ্খলা যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে ডিজি বলেন, ‘বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে নিরাপত্তার জন্য প্রতিদিনই ২০০ থেকে আড়াই শ প্লাটুন বিজিবি সারা দেশেই মোতায়েন থাকছে। নিরাপত্তার শৃঙ্খলা রক্ষায় আমরা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি যথেষ্ট ভূমিকা রাখছে।’
কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত