নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করলো কিশোর

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫ |  আপডেট  : ১১ মার্চ ২০২৫, ২০:৩১

প্রতীকী ছবি

 

দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় এক কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামে ওই কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ। বর্তমানে ওই কিশোরী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে নামাজ পড়ছিল ওই কিশোরী। এ সময় তাদের বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে নামাজরত অবস্থায় কিশোরীকে কুপিয়ে পালিয়ে যায় ওই কিশোর। পরে তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি কাহারোল থানায় জানালে রাতেই অভিযানে নামে পুলিশ। পরে রাত ১২টার দিকে অভিযুক্ত আরিফকে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করে।

কাহারোল থানার ওসি পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহতের বাবা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা করেছেন। বর্তমানে ওই কিশোরী গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত