নাজমুল হুদার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১০:২২
সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মারা যান সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
প্রসঙ্গত, নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন তথ্যমন্ত্রী। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়।
২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা। সে বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত