নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক গ্রেপ্তার  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৫:৫০ |  আপডেট  : ১০ মে ২০২৫, ১০:২৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার, এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ মে দুপুরে উপজেলার শিমলা গ্রাম থেকে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে। 

পরে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। আনিছুর রহমান উপজেলার শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাষ্টারের ছেলে। সে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট হয়। সেই ওয়ারেন্টমূলে তাকে থানা পুলিশ গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত