নন্দীগ্রামে ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

বগুড়ার নন্দীগ্রামে ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। 

সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর পক্ষে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। উপজেলার মোট ৫৭টি উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এই ক্রীড়া সামগ্রী গ্রহণ করেছেন। এতে উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ভালোভাবে খেলাধুলার সুযোগ পাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত