নন্দীগ্রামে ৪০জন কৃতী শিক্ষার্থী পেলো সম্মাননা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৫৮ | আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
সেসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবকবৃন্দ ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সম্মাননা অনুষ্ঠানটি পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম ও এসইডিপি উদ্যোগে বাস্তবায়িত হয়। শেষে নির্বাচিত ৪০জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত