নন্দীগ্রামে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৪:৪১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০২

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রামে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়। এরপর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। তারপর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ফিতা কেটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত