নন্দীগ্রামে ২ সার ডিলারের লাখ টাকা জরিমানা
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১৯:৫২ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
বগুড়ার নন্দীগ্রামে যথাযথ নিয়মে সার বিক্রয় না করার অপরাধে ২ সার ডিলারের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত ওমরপুর বাজারের মেসার্স আল-তৌফিক এন্টার প্রাইজের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে। এরপর কুন্দারহাটের মেসার্স জাহিদ ট্রেডার্সের মালিককে একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য ও থানার এসআই তারিকুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত