নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০২:১৩
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা তার ঈগল প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নন্দীগ্রাম শহরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, আমি ৪বার কাহালু-নন্দীগ্রামবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার সাধ্যমতো উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীদিনেও উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, বিএনপির সাবেক নেতা ওসমান গণি মাসুদ, মঞ্জুরুল হক, আব্দুল জলিল ও মহিউদ্দিন প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত