নন্দীগ্রামে সিংড়া খালাস মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৬:৪১ | আপডেট : ১১ মে ২০২৫, ১০:০৮
.jpg)
বগুড়ার নন্দীগ্রামে সিংড়া খালাস জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ভিডিও কনফারেন্সের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনুষ্ঠানিকভাবে সিংড়া খালাস জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা গামা, সিংড়া খালাস জামে মসজিদ কমিটির সভাপতি মেহের আলী আব্দুল মজিদ, ইমাম আজাহার আলী ও সাবেক ইউপি সদস্য সাহেব আলী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত