নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিজয় মিছিল
প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২০:৪২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নন্দীগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি মোড় থেকে আনন্দ মিছিল বের হয়। এতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীসহ হাজারো জনতা।
মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দেশে বসবাসরত সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী, বেসরকারী অফিস ও দোকানপাট বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ ভাঙচুর করবেন না। দেশের সম্পদ আমাদের সকলেরই সম্পদ তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত