নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:০২ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫
সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকালে নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত