নন্দীগ্রামে মাস্ক বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৬:০৭ | আপডেট : ২ অক্টোবর ২০২৪, ২৩:৫৮
করোনা পরিস্থিতিতে সুরক্ষার জন্য বগুড়ার নন্দীগ্রামে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। মঙ্গলবার তিনি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।
এছাড়াও পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ দোকান মালিকের মোট ৮০০ টাকা জরিমানা করে। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম তরমুজের বাজার মনিটরিংসহ রণবাঘা হাট-বাজারের সরকারি জায়গায় অনুমতিবিহীন দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত