নন্দীগ্রামে মারপিটে স্কুলছাত্র আহত
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৬:০৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
বগুড়ার নন্দীগ্রামে মারপিটে সাদাত আল সাইফ (১২) নামে এক মেধাবী স্কুলছাত্র আহত হয়েছে। ওই স্কুলছাত্র উপজেলার ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘর গ্রামের আবু সাঈদ জাহিদী মান্নার ছেলে। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আবু সাঈদ জাহিদী মান্নার ভগ্নিপতি তেঘর গ্রামের মৃত ভেদা মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫) আবু সাঈদ জাহিদী মান্নার বসতবাড়ী সংলগ্ন বাগান জবরদখল করে বাড়িঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় সাদাত আল সাইফ বাঁধা দিতে গেলে আব্দুর রহিম তাকে বেদম মারপিট করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে দেয়। এ বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ হয়েছে। শনিবার দুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু রায়হানের সাথে কথা বললে তিনি বলেন, ওই স্কুলছাত্রকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত