নন্দীগ্রামে মরিচক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৮:৫৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০২:৫৮

বগুড়ার নন্দীগ্রামে মরিচক্ষেত থেকে সাহেব আলী (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে। সোমবার (১০ অক্টোবর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ পোতা মৌজায় নিজ মরিচক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী রবিবার রাতে পবিত্র ঈদ-উল-মিলাদুন্নবী উপলক্ষে গ্রামের জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিতি ছিলো। পরে সে বাড়িতে না গিয়ে পোতা মৌজায় তার মরিচক্ষেতে পাহারা দেওয়ার জন্য টঙ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে গ্রামের লোকজন টঙ ঘরে সাহেব আলীর মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সেখান থেকে সাহেব আলীর মরদেহ উদ্ধার করে। থানার ইন্সপেক্টর (তদন্ত) খায়রুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত