নন্দীগ্রামে ভিডিপি মৌলিক প্রশিক্ষণার্থীদের সাথে রেঞ্জ কমান্ডার’র মতবিনিময়
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৫:৫৩ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩১
বগুড়ার নন্দীগ্রামে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণার্থীদের সাথে রেঞ্জ কমান্ডার রাসেল আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আকতারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র রাজশাহী রেঞ্জ কমান্ডার রাসেল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক লায়জুল ইসলাম, সোনাতলা উপজেলা প্রশিক্ষক নাছিমুল ফেরদৌস এবং উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোসলেম উদ্দিন প্রমুখ। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্্ের মোট ৬৪ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত