নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪ |  আপডেট  : ৪ মে ২০২৪, ০৯:১৫

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রমুখ। 

পরে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। নির্বাচিত জয়িতারা হলেন, সফল জননী জান্নাতুল ফেরদৌস লিপি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শারমিন নাহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী বিবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নাদিরা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন যে নারী শেফালী বেগম।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত