নন্দীগ্রামে বিদায়ী উপজেলা কৃযি কর্মকর্তাকে বিদায় ও নবাগত কর্মকর্তাকে বরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১২:৩১

বগুড়ার নন্দীগ্রামে বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুকে বিদায় ও নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হককে বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিসিআইসি ও বিএডিসি ডিলারদের আয়োজনে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও বিএফএ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোখলেছার রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, বিসিআইসির ডিলার এবিএম ছারওয়ার, ইউনুস আলী, একরাম হোসেন, বিএডিসির সার ও বীজ ডিলার কোরবান আলী প্রমুখ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত