নন্দীগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৭:৩২ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০২:০১

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। তারপর সেখানে বিশেষ মোনাজাত করা হয়েছে। এরপর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন। পরে অসচ্ছল মহিলাদের মাঝে  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত