নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহার বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২০:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ। শনিবার (১০ জুলাই) দুপুর ২ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমুখ।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় প্রথম পর্যায়ে ১৫৬ টি ও দ্বিতীয় পর্যায়ে ৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উন্নত মানের বাসগৃহ নির্মাণ করে দেয়া হয়। যা ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকটি বাসগৃহে ২ টি বেডরুম, ১ টি রান্নাঘর, ১ টি বারান্দা ও ১ টি টয়লেট রয়েছে। যে বাসগৃহ পেয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার খুশিতে বসবাস করছে।     

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত