নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহার বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

প্রকাশ : 2021-07-10 20:11:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহার বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ। শনিবার (১০ জুলাই) দুপুর ২ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমুখ।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় প্রথম পর্যায়ে ১৫৬ টি ও দ্বিতীয় পর্যায়ে ৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উন্নত মানের বাসগৃহ নির্মাণ করে দেয়া হয়। যা ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকটি বাসগৃহে ২ টি বেডরুম, ১ টি রান্নাঘর, ১ টি বারান্দা ও ১ টি টয়লেট রয়েছে। যে বাসগৃহ পেয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার খুশিতে বসবাস করছে।