নন্দীগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্তি                                                                                         

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৭:৫৩ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪

বগুড়ার নন্দীগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্তি হয়েছে। এবার উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ৪৪টি মন্ডপে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিজয়া দশমীর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ উৎসব সমাপ্তি হয়।

 উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর তানভীর হাসান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত