নন্দীগ্রামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১০ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটরিয়মে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। 

উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহী সুলতানা ও সাধারণ ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়া চলমান থাকায় সেই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত