নন্দীগ্রামে দিনের বেলায় মোটরসাইকেল নিয়ে চম্পট

প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:১৭ | আপডেট : ৪ মে ২০২৫, ১৪:২২

বগুড়ার নন্দীগ্রামে দিনের বেলায় মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজমুল হক রবিবার (৬ জুন) বেলা আনুমানিক সাড়ে ১০ টার দিকে বেলঘড়িয়া মাদ্রাসা চত্বরে তার ১০০ সিসির ডিসকভার কালো রঙের মোটরসাইকেলটি রেখে জমি দেখতে যায়।
পরে ফিরে এসে দেখে মোটরসাইকেলটি সেখানে আর নেই। এরপর গ্রামবাসীদের সাথে নিয়ে মোটরসাইকেলটি অনেক খোঁজাখুঁজি করেও পওয়া যায়নি। ধারণা করা হয় দুর্বৃত্তরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনারস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মোটরসাইকেলটি উদ্ধার করার চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত