নন্দীগ্রামে ছাত্র শিবিরের উদ্যোগে সাড়ে ৩শ’ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:১৯ |  আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় সাড়ে ৩শ’ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আনোয়ারুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির ও সেক্রেটারি হাফেজ আল-ইমরান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবু হুজাইফা, ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল মোমিন, বগুড়া শহর ছাত্র শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, উপজলো ছাত্র শিবিরের সেক্রেটারি গোলাম রাব্বী, অফিস সম্পাদক সাকিবুল হাসান, অর্থ সম্পাদক আফিফ হোসেন ও সাহিত্য সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। 

পরে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় সাড়ে ৩শ’ কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার উপহার তুলে দেন প্রধান অতিথি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত