নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ২০:৪২ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ১৬:১২

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টায় একটি আনন্দ র‌্যালি বের হয়। 

পরে বিকেল সাড়ে ৪ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা  ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত