নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৫, ০৮:৪৩

'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার উপজেলা সংগঠক কোহিনূর বেগম ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাবিনা খাতুন প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত