নন্দীগ্রামে আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৪০ | আপডেট : ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯
বগুড়ার নন্দীগ্রামে আইসক্রিম ফ্যাক্টরিতে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম হাটখোলা বাজার সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিমের মোড়কে পণ্যের ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও দৃশ্যমানস্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইসক্রিম উৎপাদনকারী ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন খন্দকার। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত