বর্ষার ঐতিহ্য কাউনিয়ায়

নদী নালা খালে বিলে চটকা জাল দিয়ে মাছ ধরার ধুম পড়েছে

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৫ |  আপডেট  : ২৪ অক্টোবর ২০২৫, ১০:১৫

শুরু হয়েছে বর্ষা কাল। গ্রাম বাংলায় বর্ষা মানেই মাছ ধরার উৎসব কাল। কেউবা পেশায় আবার কেউবা নেশায় জাল ফেলে ও ফাঁদ পেতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করেন। বর্ষার নতুন পানিতে চটকা জাল দিয়ে মাছ ধরা একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পদ্ধতি।

সরেজমিনে উপজেলা বিভিন্ন নদী নালা খাল বিল ঘুরে দেখা গেছে, বৃষ্টি ও বন্যার পানি বারার সাথে সাথে বিভিন্ন জাল দিয়ে মাছ মারার উৎসবে মেতেছে গ্রামের শিশু কিশোর বৃদ্ধ অনেকেই। কাউনিয়ায় বুড়াইল, মানাস ও তিস্তা নদী সহ খাল-বিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ। বর্ষার নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে। টানা বৃষ্টির ও বন্যায় চারদিকে পানি থই থই করছে। নদী নালা খাল-বিল এবং বিভিন্ন জলাশয় পানিতে টইটম্বুর। এই সময়ে মাছ ধরার জন্য চটকা জাল একটি জনপ্রিয় উপকরণ। ফলে বিভিন্ন জাল বিশেষ করে চটকা জাল দিয়ে মাছ ধরার ধুম পড়ে গেছে। বুড়াইল নদীতে সারি সারি চটকা জাল দিয়ে মাছ মারার পরসা সাজিয়েছে। তিস্তা নদীতে অনেকইে ছোট নৌকায় ভেসে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করছেন। মানাস নদীতে মুঠা জাল, দারকি আর খেতা জাল দিয়ে মাছ শিকার চলছে। বর্ষায় মাছ ধরার জন্য চটকা  জাল একটি জনপ্রিয় উপকরণ। বিশেষ করে তিস্তা নদীতে বইরাতি মাছ মাার জন্য চটকা জাল বেশী ব্যবহার হয়ে থাকে। এছারও গ্রামের আশপাশে খাল-বিলে মাছ ধরার জন্য এই জাল ব্যবহার করা হয়। কাউনিয়ায় খাল-বিল ও জলাশয়গুলোতে গেলে দেখা মিলছে মাছ শিকারিদের এ উৎসব। চটকা জালে সাধারণত ধরা পড়ে পুটি, দারকা, ট্যাংরা, টাকি, শিং, বাইম মাছসহ বিভিন্ন দেশীয় মাছ। রামচন্দ্র পুর গ্রামের ইউপি সদস্য তবারক আলী জানান বর্ষায় বড়াইল নদীতে চটকা জাল দিয়ে মাছ ধরা হয় বেশী বিশেষ করে বুগাইল ব্রীজের কাছে সারি সারি এই জাল দেখা যায়। রাতে করে গাতা করে মাছ মারে তারা। শিক্ষক প্রতাপ চন্দ্র জানান চটকা জাল দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার পুরানো একটি ঐতিহ্য। সাধারণত দেশি জাতের মাছ ধরা হয়ে এ জাল দিয়ে। বৃষ্টির পানিতে যখন গ্রামের খাল-বিল ও ডোবা-নালা ভরে যায়, তখন আমরা চটকা দিয়ে মাছ ধরি। মৎস্যজীবি সত্যজিত দাস জানান বর্ষার সময়ে নতুন পানিতে মাছের আনাগোনা বেড়ে যায়, বিশেষ করে বিভিন্ন ছোট মাছ ঝাঁক বেঁধে চলাফেরা করে। এই সুযোগে জেলেরা চটকা জাল ব্যবহার করে মাছ ধরে থাকে। চটকা জাল একটি বিশেষ ধরনের জাল, যা সাধারণত ছোট মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। এটি একটি হালকা ও ছোট আকারের জাল, যা সহজেই বহন করা যায় এবং অল্প পানিতে ব্যবহার করা সহজ। তবে এখন আর আগের মতো দেশি মাছ নেই। অনেক দেশি মাছ এখন নদী বিলে পাওয়া যায় না। সব মিলিয়ে, বর্ষার নতুন পানিতে চটকা জাল দিয়ে মাছ ধরা একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পদ্ধতি, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত