নগরকান্দায় কুমার নদের পেটে বসতবাড়ি, ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৪ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৮
ফরিদপুরের নগরকান্দা উপজেলা এলাকার কুমার নদ খননের পর নদের পাড় ভেঙ্গে পড়তে শুরু করেছে। এরই মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল এলাকার দুটি বসত বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া, নগরকান্দা সরকারি এম এন একাডেমীর ভবন, থানা ভবন ও বাজারের কেন্দ্রীয় কালি মন্দির ভবন সহ পৌর বাজার এখন ঝুঁকিতে রয়েছে।
ফরিদপুর জেলা সদর থেকে ভাঙ্গা উপজেলা পর্যন্ত ৭৫ কিলোমিটার কুমার নদের পুনঃখননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কাজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে বেঙ্গল গ্রুপ বাস্তবায়ন করছে।
কুমার নদ পুনঃখননের ফলে নগরকান্দা উপজেলা এলাকার কুমার নদের পাড়ের কিছু কিছু স্থানে ধস এবং ফাটল দেখা দিয়েছে। উপজেলার পাঁচকাইচাইল এলাকায় নদীর পাড়ে বসবাসরত আশরাফ মাতুব্বরের বসত বাড়ী ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। একই এলাকায় সেলিম ব্যাপারীর বসত ঘরের অধিকাংশ মাটি ধসে নদীর মধ্যে চলে গেছে।
নদীর পাড়ে ঝুলন্ত অবস্থায় কিছু ঘর ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে ঘর নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, নগরকান্দা সরকারী এম এন একাডেমীর নব নির্মিত ভবন, নগরকান্দা থানার নব নির্মিত ভবন, নগরকান্দা বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের ভবন, একাধিক আবাসিক ভবন সহ পৌর বাজারের একাংশ ঝুঁকিতে রয়েছে। এখানে প্রায় দুইশত মিটার এলাকা নিয়ে বড় ধরনের ফাঁটল দেখা দিয়েছে।
নদীর পাড়ে বসবাসরত এলাকার বাসিন্দারা, কুমার নদের তীব্র ভাঙ্গনের আতংকের মধ্যে দিয়ে দিন রাত পার করছেন।
এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানিয়েছেন, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সরেজমিনে লোক পাঠিয়েছি। এটা সমাধানের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত