দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল বুধবার
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৮:৩২
সারা দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে ইউপি ভোট অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওইদিন বেলা সাড়ে ১১টায় এ কমিশন সভা অনুষ্ঠিত হবে।
এরআগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরবর্তী ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, বুধবারের কমিশন সভা শেষে ইউপির দ্বিতীয় ধাপের ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপ-নির্বাচন, সংরক্ষিত নারী আসন-৪৫ এর শূন্য আসনের উপ-নির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান বলেন, বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে। তবে সেদিন তফসিল ঘোষণা করা হবে কি না, এটি কমিশন সভায় সিদ্ধান্ত হবে।
প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর সারা দেশে ১৬০টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ ৭৫২ ইউপির শেষ হয়, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট আয়োজন করতে পারছে না নির্বাচন কমিশন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত