দ্বিতীয় কংকাল

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১০:০৬ |  আপডেট  : ৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৬

ইকবাল হুসেন
--------------------

বিগত শতাব্দির স্পাত খুলে পড়ছে —পড়ুক ৷
দেয়ালে অস্পষ্ট রেখায় পৌরাণিক ঠোঁট-
প্রত্নপ্রেম জিউসের অপলাপ—
আমার শরীর খুলে পড়ছে 
আমার শহর খুলে পড়ছে ৷ 

তেত্রিশ বাই ষোল প্রস্তর আস্তরণ
আমার নবপলির হাত 
তোমার পৌরাণিক স্তন,
পুরোনো প্লাটফর্ম ল্যাম্পপোস্ট বালিকার শরীর—
আমার শহর ডুবে যাচ্ছে ৷ 

পাথরে পাথরে স্বেদ লাঙলের বাট বয়সী ভগীরথ 
আমার মধ্যবয়সী চোখ 
তোমার প্রাচীন ফসিল —
মানুষের আলিঙ্গনে 
গোপন নিঃশ্বাস ,
এই শহর পুড়ে যাচ্ছে ৷
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত