দ্বাদশ জাতীয় নির্বাচনে কাউনিয়ায় তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ২১:৪৭ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৭:২৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলায় ১টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৩৪ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে হারাগাছ পৌরসভায়। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি এই উপজেলায়।
কাউনিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটার ২ লাখ ১০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ৯৮হাজার ৪শত ৭৩ ও নারী ভোটার ১লাখ ২হাজার ৫শত ৫৯ এবং হিজরা ভোটার ২জন। উপজেলার ৬টি উইনিয়নে পুরুষ ভোটার ৭২হাজার ৭শত ৯৭, নারী ৭৫হাজার ৩শত ৩৮, হিজরা ২, মোট ১লাখ ৪৮হাজার ১শত ৩৭ জন, এবং হারাগাছ পৌরসভায় পুরুষ ২৫হাজার ৬শত ৭৬, মহিলা ২৭হাজার ২শত ২১, মোট ৫২হাজার ৮শত ৯৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৩, ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ৪৩৩ অস্থায়ী ১০ মোট ৪৪৩। রংপুর -৪ আসনটি কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত। পীরগাছা উপজেলায় মোট ভোটার ২লাখ ৭৭হাজার ৩শত ৪৯ জন এর মধ্যে পুরুষ ১লাখ ৩৬হাজার ৫শত ৭৬ মহিলা ১লাখ ৪০হাজার ৭শত ৭১, হিজরা ২ জন। রংপুর ৪ আসন কাউনিয়া-পীরগাছায় মোট ভোটার ৪লাখ ৭৮হাজার ৩শত ৮৩ জন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত