দেশে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭
এক বছরে তৃতীয় সিনেমার সুবাদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডাঙ্কি’। তবে সেন্সর প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব করতে হচ্ছে এ দেশের দর্শককে। সন্ধ্যা ৭টা থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
দেশের ৪৬টি হলে দেখা যাবে আলোচিত এই ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।
গত মে মাসে শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ মুক্তির মাধ্যমে নতুন এই অধ্যায়ের সূচনা হয়। এরপর এসআরকে’র রেকর্ড গড়া সিনেমা ‘জাওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলোও আসে দেশের প্রেক্ষাগৃহে।
উল্লেখ্য, ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত