দেশে নিরাপত্তা শঙ্কা নেই, ২০ জনকে দেয়া হয়েছে গানম্যান: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫
নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদককেও গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য ৫০ জনের একটি তালিকা থাকার প্রসঙ্গ তুলে ধরলে উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে আছেন বা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে বসে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করেছে।
তিনি জানান, তালিকাভুক্ত সবাইকে গানম্যান দেওয়া হলেও অনেকে তা নিতে চাননি। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে।
২০ জনের সবাই রাজনীতিবিদ কি না-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত কিছু জানাতে চাননি। তবে তিনি বলেন, যাদের ঝুঁকি বিবেচনায় প্রয়োজন ছিল, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাকে গ্রেফতারে তৎপর রয়েছে সরকার। এ ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে। বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
উল্লেখ্য,গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত