বিএনপি এই ধ্বংসস্তুপ থেকে আবার বাংলাদেশকে টেনে তুলবে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২০:৪০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিএনপি আবার এই ধ্বংসস্তুপ থেকে আবার বাংলাদেশকে টেনে তুলবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন।অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন। আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে একজন প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত হতে হবে। তারা কিভাবে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন সে জন্য আমাদের কাজ করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত