দেশে জ্বালানী, খাদ্য ও সার নিয়ে কোন সঙ্কট হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:১৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

জ্বালানী, খাদ্য ও সার নিয়ে দেশে কোন সঙ্কট তৈরি হবেনা বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে কোন জিনিসের আমদানির ক্ষেত্রে ৬ মাসের পরিকল্পনা নিয়ে এগুতো হয়।  ৬ মাসের অধিক মালালামাল মজুদ করার কোন জায়গা দেশে নেই। সার ও জ্বালানী প্রতিনিয়তই শীপে করে দেশে ঢুকছে। মজুদের পরিমানও বাড়ছে। তাই মজুদেরও কোন সঙ্কট হবেনা। যেহেতু ৬ মাসের ধারণ ক্ষমতার বেশি জায়গা নেই তাই তাই এর বেশি স্টোরও করা যাবেনা। এতে দুশ্চিন্তার কোন কারণ নেই। তবে বাড়তি দামে তেল বিদেশ থেকে কিনতে হচ্ছে। তাই অপচয় আমাদের কম করতে হবে। বৈশিষ্ণক সমস্যার করাণে বিশ্বের প্রতিটি দেশ আজ আক্রান্ত। প্রতিটি দেশে লোডশেডিং শুরু হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড জাপানের নিজস্ব ব্যবস্থাপনায় তেল উৎপাদন করলেও তাদের দেশেও লোডশিডিং চলছে। আমার যেহেতু তেল উৎপাদন করতে পারিনা। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবির, জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবন্দ। এ সময় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা চলবে ৭ দিনব্যাপী।

এর আগে মেলা উপলক্ষে র‌্যালী করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বন কর্মকর্তা মো: জাফর উল্লাহ. মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত