দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান - শাজাহান খানের

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪০ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৫:০৮

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌমন্ত্রী, মাদারীপুুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের যেমন উন্নয়ন হচ্ছে তেমনি মাদারীপুরেরও অনেক উন্নয়ন হচ্ছে, এই ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কি ছিল আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে সেটা অব্যাহত রাখতে আগামীনির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান করছি তোমাদের অভিভাবকদের। বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাজাহান খান আরও বলেন, তোমরা বাড়ীতে গিয়ে তোমার অভিভাবকদের কাছে সবসময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও এবার গিয়ে আবদার করবে দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এবং উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে এবং আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিদ্যালয়ের প্রভাতি শাখার প্রধান কবিতা রানী, দিবা শাখার প্রধান নিলিমা বিশ্বাস ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত