দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ২০:১৯ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বিশ্ববাজারে সোনার দাম আবার পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে। সে জন্য দেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার একলাফেই সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়েছে বাজুস।
দাম বাড়ানোর কারণে আজ থেকে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সর্বোচ্চ দাম হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট। তখন প্রতি ভরি সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।
জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার সোনার দাম বৃদ্ধির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১ মার্চ) কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৫ হাজার টাকা।
নতুন করে দাম বাড়ানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।
সমিতির সদস্যদের তথ্যানুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫১ হাজার ২০৫ টাকায়। আজ থেকে ২২ ক্যারেটে ৩ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৯১ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩৩ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।
জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সোনার বৈশ্বিক বাজার অস্থির। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশেও বেড়েছে। যুদ্ধাবস্থা দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) দাম ২ হাজার মার্কিন ডলারে উঠবে, এমন পূর্বাভাস রয়েছে।
জুয়েলার্স সমিতি গত ১০ ফেব্রুয়ারি যখন সোনার দাম বৃদ্ধি করেছিল, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮২৬ ডলার। আজ সেই দাম ১ হাজার ৯৩৫ ডলারে পৌঁছেছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর বিশ্ববাজারে দাম পড়ে গিয়েছিল। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ও যুক্তরাষ্ট্রের নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর গত মঙ্গলবার থেকে দাম হু হু করে বাড়তে থাকে।
জুয়েলার্স সমিতির সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে গেছে। দেশের বুলিয়ন মার্কেটেও সোনার সরবরাহ কম। সে কারণেই দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রয়োজন না হলে কেউ সোনার অলংকার তৈরির ক্রয়াদেশ দেয় না। সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বেচাবিক্রি আরও কমে যাবে। তবে যারা পুরোনা অলংকার বিক্রি করবেন, তাঁরা ভালো দাম পাবেন বলে মন্তব্য করেন তিনি।
সাধারণত সমিতি সব ক্যারেটে সোনার দাম একই হারে বৃদ্ধি বা হ্রাস করলেও গত মাসে ২২ ক্যারেটে ১ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৯১ টাকা, ১৮ ক্যারেটে ৫৮৩ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২৯২ টাকা দাম বাড়িয়েছিল। আজও একইভাবে একেক ক্যারেটের সোনার দাম একেক হারে বাড়ানো হয়েছে। তবে ২২ ও ২১ ক্যারেটের তুলনায় ১৮ ক্যারেট বা সনাতন পদ্ধতির সোনার দাম কমহারে বৃদ্ধি পাওয়ায় যাঁরা এসব সোনা বিক্রি করবেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন আর জুয়েলার্স প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত