দেশকে হাইব্রিড স্টেটে পরিণত করেছে সরকার: ফখরুল 

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ বৃহস্পতিবার) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশকে হাইব্রিড স্টেটে পরিণত করেছে সরকার। দেশে জবাবদিহিতা নেই, বিচার নেই, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, পুলিশ বিভাগকে দলীয়করণ করা হয়েছে। দেশকে ডাস্টবিন থেকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বের প্রয়োজন বলে দাবি করেন তিনি। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত